উত্তরঃ- শরীয়তের মূলনীতি হলো রোযাদার ব্যাক্তি মুখের লালার সাথে মিশ্রিত কোন কিছুর স্বাদ অনুভব করার দ্বারা রোযা ভঙ্গ হবে না, মাকরুহ হবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যদি ঘুমানোর পূর্বে কুলি করে থাকে আর ঘুম থেকে উঠে পানের লালিমা থুথুর সাথে দেখা যায়, তাহলে রোযার কোন সমস্যা হবে না। হবে যদি কুলি না করে থাকে তাহলে রোযা আদায় হলেও সতর্কতা মূলক উক্ত রোযার কাযা করে নেয়া উত্তম।
– আদ দুররুল মুখতার আলা হামিশি রদ্দিল মুহতার-৩/৪৫৩, আল বাহরুর রায়েকঃ- ২/৪৭৬, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দঃ-৬/৪০৪,
Leave Your Comments