প্রশ্নঃ- লটারী টিকেট ক্রয় করার শরয়ী বিধান কি?

উত্তরঃ- কোরআন সুন্নাহর আলোকে কেমার তথা লটারী,জুয়া ইত্যাদী হারাম।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে লটারীর টিকেট ক্রয় করা হারাম।

 

-মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলঃ-২/৩৫১, রদ্দুল মুহতার আলা দুররিল মুখতারঃ-১/৪০৩, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ-২/৭৬, ফাতাওযা তাতারখানিয়াঃ-১৭/১৪, ফাতাওয়া হাক্কানিয়াঃ-৬/২৮৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *