প্রশ্নঃ-“শহীদের রক্তের চেয়ে লেখকের কলমের কালির মূল্য বেশি” এই কথাটা কতটুকু গ্রহনযোগ্য?

উত্তরঃ- কুরআন ও হাদীসের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী শহীদের মর্যাদা ও তার শরীরের অনেক মূল্য রয়েছে।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শহীদের রক্তের চেয়ে কলমের কালির মূ্ল্য বেশি; কথাটি ঠিক নয়। এমন কথা বলা বা প্রচার করা সম্পূর্ণ নিষেধ।

 

-ইমাম ইবনে বাজ্জাযঃ-১/৩, সহীহুল বুখারীঃ-৪০৪৬, আল মাওকাউর রসমি লিদ-দুকতুর উমর ইবনে আব্দুল্লাহঃ-১/১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *