উত্তরঃ- শিরিক বা অবৈধ বস্তুবিহীন তাবীজ প্রদান শরীয়তের দৃষ্টিতে বৈধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সংখ্যাতত্ত্ব দ্বারা যদি শিরিক জাতীয় কোন কিছু বা অবৈধ কোন কিছু উদ্দেশ্য না হয়, তাহলে তা ঈমানের জন্য ক্ষতিকর নয়।
অতঃপর প্রশ্নে উল্লেখিত হাদিসের গনক ও সংখ্যাতত্ব দ্বারা তাবীজ প্রদানকারী এক নয়। কেননা গনকরা সাধারনত শিরিকী কার্যকলাপ ও অদৃশ্যের সংবাদের দাবী করে।
-ফাতাওয়ায়ে শামীঃ- ৬/৩৬৩, তাকমিলাতু ফাতহিল মুলহিমঃ-৪/১৭৪, আল জামিউল ফারীদঃ- ২/৭,
Leave Your Comments