উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে হারাম সবসময় হারাম। একান্ত অপারগ না হলে তা গ্রহন করা হারাম।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সর্বোচ্য চেষ্টা করবে ঘুষ ছাড়া চাকরি নেয়ার জন্য। কিন্তু যদি অপারগ হয়, এ চাকরি করা ব্যাতিত জীবন ধারণের আর কোন বৈধ পন্থা না থাকে, তাহলে ঘুষ দিতে পারবে। তবে এজন্য বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে থাকবে।
-সুনানে আবু দাউদঃ-৫০৪; হাদিস নং-৩৫৮০, ফাতাওয়া তাতারখানিয়াঃ-১১/৭৭, আপকে মাসায়িল আওর উনকা হলঃ-১১/২১২,
Leave Your Comments