উত্তরঃ- সুদের টাকা হুবহু সুদ দাতাকে ফিরিয়ে দেয়া আবশ্যক। তা অন্যত্র ব্যাবহারের অনুমতি নেই।
সুতরাং সুদের টাকা দিয়ে ব্যাবসা বানিজ্য করা জায়েয নেই। তবে কেউ করে ফেললে ব্যাবসার লভ্যাংশ তার জন্য হালাল হবে।
-ফাতহুল ক্বদীরঃ-৬/৪৩২, রদ্দুল মুহতারঃ- ৫/১৬৯, আশরাফুল হিদায়াঃ- ৮/২৩১,
Leave Your Comments