প্রশ্নঃ-সেজদার আয়াত নয় এমন কোন আয়াত কে সেজদার আয়াত মনে করে সেজদায়ে সাহু করলে নামাজ হবে কি না?

উত্তরঃ- নামাযের কোন রোকন তাকরার বা বেশি করলে সাহু সিজদাহ ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত অতিরিক্ত এই সিজদাহ করার ফলে সেজদায়ে সাহু করলে নামায শুদ্ধ হয়ে যাবে। অন্যথায় শুদ্ধ হবে না।

 

– আল বাহরুর রায়েকঃ-২/১৭০-১৭২, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ-১/২৫৬, আহসানুল পাতাওয়াঃ- ৪/৪১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *