উত্তরঃ- স্বামী- স্ত্রী একে অপরের থেকে মিরাস পেতে হলে বৈবাহিক সম্পর্ক থাকা জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণত মহিলা তালাক প্রাপ্তির মাধ্যমে তাদের উভয়ের বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট না থাকায় সে স্বামী সম্পত্তির কোন অংশ পাবে না।
– আদ দুররুল মুখতারঃ- ৩/৩৮৭, রদ্দুল মুহতারঃ- ৩/৩৮৭, ইমদাদুল আহকামঃ- ৪/১৫২,
Leave Your Comments