প্রশ্নঃ- স্ত্রী স্বামীকে বলল আমাকে তালাক দিয়ে দাও। উত্তরে স্বামী বলল; দিলাম, দিলাম, দিলাম। জানার বিষয় হলো তালাক হবে? আর হলে কয় তালাক হবে?

উত্তরঃ- তালাকের অলোচনা কালীন সময়ে কৃত প্রশ্ন-উত্তর গ্রহনযোগ্য।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে তালাক চাওয়ার প্রতি উত্তরে ‍দিলাম বলার দ্বারা তালাক পতিত হয়ে যাবে। এবং তা তিনবার বলার দ্বারা তিন তালাক পতিত হয়েছে।

 

-আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ-৩/২৯৬, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/১৭০, শরহু মুলতাকাল আবহার বিহামিশে মাজমাইল আনহারঃ- ২/৩৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *