প্রশ্নঃ- স্বামী-স্ত্রী এবং দুই সাক্ষী মজলিসে উপস্থিত, কিন্তু যে হুজুর বিয়ে পড়াবেন, এই বিবাহ কি সহিহ হবে?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী গুনাগুন সমৃদ্ধ সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল তথা প্রস্তাব ও গ্রহন বিবাহ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদিও হুজুর মোবাইলে বিয়ে পড়িয়েছেন, এতদাসত্বেও যদি ইজাব কবুল স্বাক্ষীদ্বয় শুনে থাকে তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে।

 

-ফাতাওয়া আলমগীরীঃ-১/৩৩২, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ-২/৬৫, কিফায়াতুল মুফতীঃ-৬/৪৭৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *