উত্তরঃ- শরিয়তের নীতিমালা অনুযায়ী হজের নিসাব পরিমান মালের মালিক হওয়ার দ্বারা হজ্ব ফরজ হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু উক্ত ব্যাক্তি হজ্বের সময় নিসাব পরিমান মালের মালিক,তাই তার উপর হজ্ব ওয়াজিব।
কিন্তু সে যেহেতু অসুস্থ তাই অন্য কারো মাধ্যমে বদলি হজ্ব আদায় করে নিবে।
-ফাতাওয়া আলমগীরীৎ-১/২৮২, খুলাসাতুল ফাতাওয়াঃ-১/২৭৬, ফাতাওয়া মাহমুদীয়াহঃ-১০/৪১৮,
Leave Your Comments