প্রশ্নঃ- ৯৯ বছরের জন্য ইজারাদার ব্যাক্তি শোফার দাবী করতে পারবে কি না?

উত্তরঃ- শুফার দাবিদার হওয়ার জন্য তিনটি বিষয় (তথা মালিকানা, অধিকার, ও প্রতিবেশি হিসেবে মালের সাথে সম্পৃক্ত থাকা) এর যেকোন একটি থাকা আবশ্যক।

সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি যেহেতু তার ভোগ্য জমির কোন ভাবেই মালিক নয়, ভাড়াটিয়া মাত্র; ফলে বর্ণিত তিন ধরণের সম্পৃক্ততার কোনটাই তার মধ্যে পাওয়া যায়না।

তাই সে শুফা দাবি করতে পারবে না।

 

– ফাতহুল ক্বদীরঃ- ৯/৩৭, মাজমাউল আনহারঃ- ৪/১০২-১০৩, ফাতওয়া দারুল উলুমঃ- ১৫/৩৬৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *