উত্তরঃ- শরীয়তে বিবাহের জন্য প্রস্তাবকৃত মহিলাকে দেখার বৈধতা রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যেন তা আনুষ্ঠানিকতায় রূপায়িত না হয়ে যায়। বিবাহের উদ্দেশ্যে অনানুষ্ঠানিকভাবে মেয়ে দেখার অনুমতি রয়েছে। সুতরাং প্রশ্নে বর্ণিত বিবাহের পূর্বে মেয়ে দেখা জায়েয। এবং হাদিসের উপর আমলের নিয়তে দেখলে মুস্তাহাব হবে।
-মিশকাতুল মাসাবিহঃ- ২৬৮, আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ৩/৮, ফাতাওয়ায়ে শামীঃ- ৬/৩৭০, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৬/৮৫,
Leave Your Comments