উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী ওয়াক্ফকৃত বস্তু স্বল্প মেয়াদে পর্যাপ্ত মূল্যে ভাড়া দেয়া জায়েয আছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ওয়াক্ফকৃত মসজিদের দেয়াল এ্যাড দেয়ার জন্য ভাড়া দেয়া জায়েয আছে, তবে এক্ষেত্রে মসজিদের পবিত্রতা ও সৌন্দর্য্য যেন নষ্ট না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
ফাতাওয়ায়ে হিন্দিয়া ২-৩৮৬, আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ১-৬১৬, আল বাহরুর রায়েক ৫-৩৯৫
Leave Your Comments