প্রশ্ন:বর্ণিত আছে যে,আবু লাহাবের মৃত্যুর পর হযরত আব্বাস(রা.)তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেসা করেছিলেন যে,কেমন অবস্থায় আছ?আবু লাহাব বলেছিল কঠিন শাস্তির মধ্যে আছি,তবে ভাতিজার জন্মের খুশিতে যে আঙ্গুল দ্বারা ইশারা করে বান্দিকে আজাদ করে ছিলাম প্রতি সোমবার ঐ আঙ্গুল চুষে কিছুটা পানি পাই,যার দ্বারা আযাবের কষ্ট কিছুটা কম বোধ হয়।জানার বিষয় হলো-আবু লাহাবের শাস্তি লাঘব হওয়ার ব্যাপারে হযরত আব্বাস (রা.)থেকে বর্ণিত হাদিসটি কতটা শুদ্ধ?বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

বিষয় : হাদিসের মান সংক্রান্ত

আপনার প্রশ্নের শরয়ী সমাধান :

بسم الله الرحمن الرحيم

আবু লাহাবের ঘটনাটি সহীহ বুখারীতে এসেছে। যা মুহাদ্দিসীনে কেরামের নিকট সনদের মানদন্ডে সহীহ । হাদীসটি নিম্নরূপ:
হযরত উরওয়া ইবনে যোবাইয়ের রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, সুয়াইবাহ আবু লাহাবের দাসী ছিলেন। আবু লাহাব হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের সুসংবাদ দেওয়ার কারণে (আনন্দিত হয়ে) সুয়াইবাহকে আযাদ করে দিয়েছিলো। অতঃপর সুয়াইবাহ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দুধ পান করিয়েছিলেন। এরপর যখন আবু লাহাব মৃত্যুবরণ করল, তখন (এক বছর পর) তার ঘনিষ্ঠদের কেউ [হযরত আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু] তাকে স্বপ্নে শোচনীয় অবস্থায় দেখে তার উদ্দেশ্যে বলেন, “তোমার অবস্থা কেমন?” আবু লাহাব তদুত্তরে বললো, “তোমাদের নিকট থেকে আসার পর আমি কোন প্রকার শান্তি পাইনি, কেবল আমি যে (আল্লাহর হাবীবের জন্ম সংবাদের খুশিতে) সুয়াইবাহকে (তর্জনী ও মধ্যমা দুটি আঙ্গুলের ইশারায়) আযাদ করেছিলাম, ঐ কারণে (প্রতি সোমবার আঙ্গুল দু’টির মধ্যে কিছু পানি জমে থাকে) আমি ওই পানি চুষে থাকি ও প্রতি সোমবার আযাবকে হাল্কা বোধ করে থাকি”।
[সহীহ বুখারী,হাদিস নং- ৪৯১০]

বোখারী শরীফে উক্ত পৃষ্ঠায়ই শেষের দিকে এ হাদীসের পাদটিকায় বর্ণিত আছে :
“সুয়াইবাহ আবু লাহাবকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব তাকে আযাদ করে দিয়েছিলো। অতঃপর এ আযাদ করাটা (পরকালে) আবু লাহাবের উপকারে এসেছে। এ কাজ তার উপকারে আসার অর্থ হলো- তার এ কর্ম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বরকতে অবশিষ্ট ছিল। অন্যান্য কাজের ন্যায় বিনষ্ট হয়ে যায়নি”।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *