উত্তর: হাদীস শরীফে নবী সা. এর সুস্পষ্ট ঘোষণা- কোন স্থান বা কালের মধ্যে অকল্যাণ নেই।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কোন স্থান বা কাজের ব্যাপারে অকল্যাণ বা কুলক্ষী হওয়ার বিশ্বাস রাখা ঠিক না।
সুরা তালাক, ০৩, সুনানে আবু দাউদ ২-৫৪৭, ফাতহুল বারী ১০-২৪০, ইমদাদুল ফাতাওয়া ৬-২৪
Leave Your Comments