উত্তর : দিনের বেলা মাসিক বন্ধ হয়ে যাবে এ ধারণায় সাহরী খেয়ে রোযার নিয়ত করলেও রোযা হবে না। কেননা, সুবহে সাদিকের সময় মাসিক চলমান থাকার পর পরবর্তীতে বন্ধ হলেও ঐদিনের রোযা রাখার অনুমতি নেই।
হ্যাঁ, যদি রাতে বা সুবহে সাদিকের পূর্বে বন্ধ হয়ে যায়, তাহলে পরের দিন রোযা রাখতে হবে। (আল-জাওহারাতুন নায়্যিরা- ১/১৩৬, ফাতহুল কাদীর- ২/৩১২, ফাতাওয়া হিন্দিয়া- ১/১৫৭)।
Leave Your Comments