উত্তর :- হজ ও ওমরা পবিত্রতম ইবাদাত। যা হওয়া চাই সততা ও সত্য নির্ভর। এক্ষেত্রে কোনরূপ মিথ্যার আশ্রয় নেয়া যাবে না। তাই নাম-পরিচয় গোপন করে বা মিথ্যা পরিচয় ব্যবহার করে হজ বা ওমরা আদায় না করা চাই। অবশ্য একান্ত কেউ করে ফেললে তার হজ বা ওমরা আদায় হয়ে যাবে।
সুরা মুতাফফিফিন- ১০; সুরা বাকারা – ৪২; সুরা হজ ৩০। সহিহ মুসলিম – ২/৩২৫; ফাতাওয়া মাহমুদিয়া – ১০/৩২২।
Leave Your Comments