প্রশ্ন:- অনেক মাল্টিলেবেল মার্কেটিং ব্যবসা এমন রয়েছে যারা নির্দিষ্টহারে লাভের কথা বলে গ্রাহকদের থেকে টাকা নেয় এবং তাদের সেই কোম্পানি পার্টনার বানিয়ে নেয়। ব্যবসা করে। এরুপ মুদারাবা শরীয়াতে জায়েয আছে কিনা?

উত্তর:- শরীয়াতের পরিভাষায় মুদারাবা বলা হয়, এক ব্যক্তির শ্রম এবং অপর ব্যক্তির  মূলধনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা। এতে উভয়পক্ষ লাভবান হয়। কিন্তু যদি কেউ এধরণের লেনদেনের মাঝে নির্দিষ্টহারে লভ্যাংশ নির্ধারাণ করে, তাহলে তা বৈধ হবে না।

সুতরাং সমাজে প্রচলিত  যে নির্দিষ্ট লাভ গ্রাহকদের প্রদান করে তা দেওয়া-নেওয়া উভয়টাই নাজায়েয হবে।

-ফাতাওয়া হিন্দিয়া-৪/২৯৫, মাজমাউল আনহুর-৩/৪৪৯, ফাতাওয়া হাক্কানিয়া-৬/৩৪৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *