উত্তর :- বেহুঁশ করার জন্য বা অঙ্গ অবশ করার জন্য যদি ঔষধ খাওয়ানো হয়, তাহলে রোযা ভেঙে যাবে। আর যদি ইনজেকশনের মাধ্যমে বেহুঁশ করা হয়, তাহলে রোযা ভাঙবে না। কেননা ইনজেকশন রগে বা গোশতে পুশ করা হয়। আর রগ বা গোশত থেকে কোনো কিছু পেটে পৌঁছায় না। তাই এতে রোযা ভঙ্গ হবে না।
কিতাবুল আছল- ২/১৫১, বাদায়েউস সানায়ে- ২/৯৩, আলমুহীতুল বুরহানী- ২/৩৮৪, রদ্দুল মুহতার- ২/৩৯৫।
Leave Your Comments