প্রশ্ন : অনেক সময় ডাক্তাররা অপারেশন করার জন্য রোগীকে বেহুশ করে বা কোন একটা অঙ্গকে অবশ করে। জানার বিষয়, বেহুশ করার দ্বারা বা অঙ্গ অবশ করার দ্বারা রোযার কোনো সমস্যা হবে কি না?

উত্তর : বেহুশ করার জন্য বা অঙ্গ অবশ করার জন্য যদি ঔষধ খাওয়ানো হয়, তাহলে রোযা ভেঙে যাবে। আর যদি ইনজেকশনের মাধ্যমে বেহুশ করা হয়, তাহলে রোযা ভাঙবে না। কেননা ইনজেকশন রগে বা গোশতে পুশ করা হয়। রগ বা গোশত থেকে কোনো কিছু পেটে পৌঁছায় না। তাই এতে রোযা ভঙ্গ হবে না। (কিতাবুল আছল- ২/১৫১, বাদায়েউস সানায়ে- ২/৯৩, আলমুহীতুল বুরহানী- ২/৩৮৪, রদ্দুল মুহতার- ২/৩৯৫)।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *