উত্তর ;- ইসলাম সুদ ও সুদী লেনদেন উভয়কেই হারাম ঘোষণা করেছে। হোক তা মুসলমানের সাথে বা অন্য কারো সাথে।
বিধায়, কোন অমুসলিম থেকেও সুদ নেওয়া বৈধ নয়; বরং হারাম।
আল জামিউল আহকাম – ২/৩০৫। রদ্দুল মুহতার – ৫/১৮৬। আল হিদায়া- ৩/৮৬। ফাতাওয়ায়ে উসমানিয়া – ৩/২৬৭। ফাতাওয়ায়ে রশিদিয়া – পৃ, ৫০২।
Leave Your Comments