প্রশ্ন:-অমুসলিমদের জানাযায় অংশগ্রহণ এবং তাদের জন্য মাগফেরাত কামনা করার শরয়ী বিধান কী?

উত্তর:- শরয়ী দৃষ্টিতে অমুসলিমদের জন্য মাগফিরাত কামণা করা নিষেধ। জানাযার নামাজ মুলত মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা। তাই তাদের জানাযায় অংশগ্রহণ করার অনুমতি নেই। 

সুরা আত তাওবা আয়াত নং-৮৩,ফাতওয়ায়ে তাতারখানিয়া ৩/৫৩,আল মুহিতুল বোরহানি ৩/৮২,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২২৩,ফাতওয়ায়ে মাহমুদিয়া ৮/৬৫১

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *