উত্তর :- অসিয়তকৃত কোরবানির পশু যদি অসিয়তকারীর সম্পদ হতে কেনা হয় তাহলে তার গোশত কেউ খেতে পারবে না। বরং পুরা গোশত গরীব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে।
আর যদি অসিয়ত কারীর সম্পদ হতে না কিনে কোরবানি দাতা নিজের সম্পদ হতে পশু ক্রয় করেন। তাহলে সে কোরবানির গোশত কোরবানি দাতাসহ সকলেই খেতে পারবে। এমনকি ধনীরাও (আত্মীয় বা অনাত্মীয়) খেতে পারবে।
আদ দুররুল মুহতার – ৬/৩২৬; এমদাদুল ফাতাওয়া – ৩/৫৩২; আহসানুল ফাতাওয়া – ৭/৪৯৬; ফাতাওয়া রহিমিয়া – ১০/৪০।
Leave Your Comments