প্রশ্ন:- অসিয়ত ব্যতিরেকে মৃত মা-বাবার পক্ষ থেকে বদলী হজ আদায়ের হুকুম কি ?

উত্তর :- মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ আদায় করার অনুমতি আছে। তাই অসিয়ত ছাড়াই  মৃত পিতা-মাতার পক্ষ থেকে হজ আদায় করার অবকাশ রয়েছে।

 

রদ্দুল মুহতার – ২/৬০০; ফাতাওয়া তাতারখানিয়া – ৩/৬৬৭; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩২৩; এমদাদুল আহকাম – ২/১৮৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *