প্রশ্ন :- আকিকার গোশত বিক্রি করা যাবে কি ?

উত্তর :- আকিকার গোশতও কোরবানির গোশতের ন্যায়। যা সে নিজে খেতে পারবে। এবং আত্মীয় স্বজন ও দুস্থদের দিতে পারবে। তবে কোন ভাবেই বিক্রি করতে পারবে না।

 

আল বাহরুর রায়েক – ৮/২২৮; এ’লাউস সুনান – ১৭/১২৭; কিতাবুল ফাতাওয়া – ২/১২৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *