উত্তর :- আকিকা বাচ্চা জন্মের সপ্তম দিনেই করা সুন্নাত। তবে, এদিনেই করতে হবে বা আর কোন দিন করা যাবে না এমন কোন কথা নেই। তাই যদি কোন কারণ বশত সপ্তম দিনে আকিকা করতে না পারে। তাহলে মুস্তাহাব হিসেবে যেকোন দিন করতে পারবে।
সুনানে তিরমিযি- পৃ. ২৭৮। রদ্দুল মুহতার – ৬/২৩৬; ফাতাওয়া মাহমুদিয়া – ২৪/১৪৬; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৪৮৮।
Leave Your Comments