উত্তর :- ইসলামে যৌথ ব্যবসা জায়েয। তবে ব্যবসার লভ্যাংশ শর্ত মোতাবেক প্রত্যেকের মূলধনের অংশ হিসেবে পাবে। চাই ব্যবসার কাজে অধিক পরিমাণে অংশগ্রহণ করুক বা কম।
তাই আপনাদের কয়েকজন মিলে যৌথ ব্যবসা চালু করা এবং উহার লভ্যাংশ সমান সমান ভাগ হওয়ার শর্ত হওয়ার কারণে কোন শরীক ব্যবসা পরিচালনার কাজে কম অংশ নিলেও লভ্যাংশ শর্ত মোতাবেক সমান-সমান নিতে পারবে।
ফাতাওয়া শামি – ১৭/৬২; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩২১; বাদায়েউস সানায়ে’ ৬/৭৬; আল জাওহারুন নায়্যিরাহ- ৩/১১৮; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/৩২৫।
Leave Your Comments