উত্তর:-শরয়ী দৃষ্টিতে সব সিফাতি নামের শরুতেই “ আবদুন ” শব্দ যুক্ত করে নাম রাখার অনুমতি আছে। তবে বর্তমানে অনেকেই অসর্তকতাবশত “আবদুন’ শব্দ যুক্ত করেনা আবার কেউ কেউ নাম রাখার সময় যুক্ত করলেও পরবর্তীতে ডাকার তা খেয়াল করেনা। তাই খুবই সতর্কতা জরুরী।
রদ্দুল মুহতার ৬/৪১৭,ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৪১৮,ফাতওয়ায়ে সিরাজিয়া ৩১৯ পৃ, ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৬২/৫৫১
Leave Your Comments