উত্তর :- ইসলামে চুরি বলা হয়- নিরাপদ স্থান থেকে সংরক্ষিত মাল লোকচক্ষুর অন্তড়ালে নিয়ে যাওয়া। চুরি এই সংজ্ঞা পাওয়া গেলেই ইসলাম হাত কাটার বিধান কার্যকর করতে বলে। অন্যথায় নয়।
প্রশ্নোক্ত সুরতে বিদ্যূৎ একটি জাতীয় সম্পদ হওয়া সত্ত্বেও তা নিরাপদ ও সংরক্ষিত স্থানে না হওয়ায় তাতে চুরির সকল উপাদান পাওয়া যায় নি। তাই বিদ্যুৎ চুটি করার কারণে চোরের হাত কাটার শাস্তি প্রয়োগ হবে না। তবে অপরাধ বিবেচনা করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। যাতে ভবিষ্যতে আর এমনটি না করে।
ফাতাওয়া শামি – ৬/২২২; ফাতাওয়া তাতার খানিয়া- ৬/৪২৮; আল ফিকহুল ইসলামি- ৪/১১২।
Leave Your Comments