উত্তর :- পশু যবাইয়ের ক্ষেত্রে মূলনীতি হলো, যবাইকারী ও তার সাহায্যকারী উভয়ের জন্য বিসমিল্লাহ বলা জরুরী। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিলে যবেহকৃত পশু হারাম হয়ে যাবে। তবে এ হুকুমটা ঐ সাহায্যকারী যিনি ছুড়ি চালনার ক্ষেত্রে সহযোগীতা করছেন তার জন্য। তাই যিনি পশুর হাত- পা বাধা বা ধরে রাখার সহযোগীত করেছেন। তার ক্ষেত্রে এ বর্ণিত বিধান প্রযোজ্য নয়।
সুরা আনআম – ১২১; আদ দুররুল মুখতার – ৬/৩৩৪; ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৩৩২; ফাতাওয়ায়ে কাজিখান- ২/২৫১। ফাতাওয়ায়ে রহিমিয়া – ১০/৬৮।
Leave Your Comments