উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী হাদিয়া-উপহার সামগ্রীর মালিক বানানোর দ্বারা মালিকানা সাব্যস্ত হয়।
সুতরাং বিবাহকালীন বা পরবর্তিতে যেসব উপহার মেয়েকে মালিক বানিয়ে দেয়া হচ্ছে তা বিবাহ বিচ্ছেদেও পর নিয়ে আসতে পারবে, অন্যথায় নয়।
রদ্দুল মুহতার ৩-১৫৩, মিশকাত ১-২৫৫, আপকে মাসায়েল আওর উনকা হল ৬-২৫৭
Leave Your Comments