উত্তর : উল্লিখিত মাসআলাটি সহীহ। আছর এবং ঈশারের পূর্বের চার রাকআত সুন্নাতের প্রথম বৈঠকে দুরূদ শরীফ এবং দুআয়ে মাছুরা পড়া উত্তম। আছর ও ঈশার পূর্বের চার রাকআত সুন্নাত, মূলত সুন্নাতে গায়রে মুআক্কাদা। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা নফলের ন্যায়। তাই প্রতি দু’রাকআত পরবর্তী বৈঠকে দুরূদ শরীফ এবং দুআয়ে মাছুরা পড়া উত্তম। তবে সুন্নাতে মুআক্কাদার ন্যায় চার রাকআতের প্রথম বৈঠকে দুরূদ ও দুআ না পড়ার অবকাশ রয়েছে।
(আলবাহরুর রায়েক-১/৩৪৬, আদ্দুররুল মুখতার-২/৫৫২, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকী-৩৯২
Leave Your Comments