প্রশ্ন:- আমাদের ইমাম সাহেব কুরবানির রক্ত মাখা শরির ও কাপড়ে নামায পড়ান এবং বলেন কুরবানির পশুর রক্ত পাক। জানার বিষয় হলো এই কথার কোন ভিত্তি আছে কি না?

উত্তর :- পশুর প্রবাহিত রক্ত নাপাক। তাই কুরবানির পশুর রক্ত মাখা পোষাকে নামায পড়া জায়েয নেই।

 

ফাতহুল কাদীর – ১/২০৩; হাশিয়ায়ে তাহতাভী- পৃ. ১৫৪; আল ফিকহুল হানাফি- ১/১১৯; আপকে মাসায়েল আওর উনকা হল- ৫/৪৭৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *