উত্তর :- হিন্দু ব্যক্তি যদি আন্তরিকতার সাথে হালাল বস্তু দিয়ে ইফতারি করায়; তাহলে ইফতারি করা যাবে। এতে রোযার কোনো ক্ষতি হবে না। বর্তমানে ইফতার পার্টিগুলো নানা ধরনের রসম ও অনৈসলামিক কাজে নিমজ্জিত। তাই ইফতার পার্টিতে অংশগ্রহণ না করাই শ্রেয়।
মুসান্নফে ইবনে আবী শায়বা, হাদীস- ৩৩৩৪৪, আলবাহরুর রায়েক- ৮/২৩২, ফাতাওয়া হিন্দিয়া- ৫/৩৪৭।
Leave Your Comments