প্রশ্ন : আমাদের এলাকার একজন হিন্দু ব্যক্তি প্রতি বছর রমাযানে রোযাদারদের জন্য ইফতারির আয়োজন করে থাকেন এবং মুসলমান রোযাদারদের কিছু ব্যক্তি তাতে অংশগ্রহণও করে থাকেন। এখন জানার বিষয় হলো, হিন্দু ব্যক্তির টাকায় ইফতারকারীদের রোযা হবে কি? হিন্দু ব্যক্তির পক্ষ থেকে ইফতারির আয়োজনে মুসলমানদের অংশগ্রহণের হুকুম কী?

উত্তর : হিন্দু ব্যক্তি যদি আন্তরিকতার সাথে হালাল বস্তু দিয়ে ইফতারি করায়; তাহলে ইফতারি করা যাবে। এতে রোযার কোনো ক্ষতি হবে না। বর্তমানে ইফতার পার্টিগুলো নানা ধরনের রসম ও অনৈসলামিক কাজে নিমজ্জিত। তাই ইফতার পার্টিতে অংশগ্রহণ না করাই শ্রেয়। (মুসান্নফে ইবনে আবী শায়বা, হাদীস- ৩৩৩৪৪, আলবাহরুর রায়েক- ৮/২৩২, ফাতাওয়া হিন্দিয়া- ৫/৩৪৭)।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *