উত্তর :- মসজিদের ভিতরে কোনো কিছু ক্রয়-বিক্রয় নিষেধ। হাদীসে মসজিদের ভিতরে কোনো কিছু ক্রয়-বিক্রয় করতে নিষেধ করা হয়েছে।
সুনানে আবু দাউদ, হাদীস-১০৭৯
প্রশ্নোক্ত সূরতে মসজিদে বিক্রয় করার দ্বারা যদি মসজিদের ভেতর উদ্দেশ্য হয় তাহলে নাজায়েয হবে। এক্ষেত্রে দানকৃত বস্তু মসজিদের বাহিরে বিক্রয় করতে হবে।
জামে’ তিরমিযী, হাদীস- ১৩২১, তাবয়ীনুল হাকায়েক- ২/২২১, আলবাহরুর রায়েক- ২/৫৩০, রদ্দুল মুহতার- ৩/৫০৬।
Leave Your Comments