উত্তম :- নগদে কম ও বাকিতে বেশী মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে শরয়ী নীতিমালা হলো যদি ক্রেতা ও বিক্রেতা মিলে বাকিতে বিক্রয় করার বেশী মূল্য এবং বাকির সময়কাল নির্ধারণ করে নেয়, তাহলে উক্ত লেন-দেন বৈধ হবে; অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে দোকানদার নগদের চাইতে বাকি তে বেশী মূল্যে বিক্রি করতে পারবে। কারণ শরীয়ত তাকে এমনটি করার অনুমতি দিয়েছে।
ফাতাওয়া মাহমুদিয়া- ২৩/৪৯৯; আপকে মাসায়েল আওর উনকা হল – ৭/১০১; বুহুস ফি কাযায়া ফিকহিয়্যা মুআসারা – ১/১২।
Leave Your Comments