উত্তর :- হাদীস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতেরে আশা রাখে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করেন। পক্ষান্তরে যে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাতকে অপছন্দ করে। মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর স্মরণ করলে সওয়াব হয়।
তাই, আল্লাহর সাক্ষাত লাভের আশায় মৃত্যুর কথা স্মরণ করে জীবিতাবস্থায় নিজের কবর নিজে খোদাই করা বেদাত তো হবেই না; বরং তা সওয়াবের কাজ হবে।
মিশকাত শরীফ- ১/১৪০; ফাতাওয়া শামি- ২/২৪৪; ফাতাওয়া তাতারখানিয়া- ৩/৭৬; ফাতাওয়া হাক্কানিয়া – ২/৫৩।
Leave Your Comments