উত্তর :- হাদীসের ভাষ্য অনুযায়ী কুরবানির গোশত তিনদিনের বেশী জমা করে রাখা জায়েয।
তাই প্রশ্নোক্ত সুরতে আপনার এলাকার উক্ত হুজুরের কথাটি সঠিক নায়। বরং সঠিক মাসআলা হল, কুরবানির গোশত যতদিন ইচ্ছা জমা করে রাখা যাবে।
সহিহ বুখারী – ২/৮৩৫; ফাতাওয়া শামি – ৬/৩২৮; বাদায়েউস সানায়ে’ ৬/৩১৫।
Leave Your Comments