উত্তর: শরয়ী দৃষ্টিতে ঋণ দাতার জন্য বন্ধককৃত বস্তু থেকে উপকৃত হওয়া বৈধ নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে উক্ত বন্ধককৃত জমি থেকে দুই এক বছর যে ফায়দা ভোগ করা হলো তা সুদের অন্তর্ভুক্ত হবে, যা হারাম। তবে এক্ষেত্রে সঠিক পদ্ধতি হল জমির মালিক ঋণ দাতাকে জমি উপভোগের অনুমতি দিবে এবং ঋণ দাতা নির্দিষ্ট সময় জমি উপভোগের ভাড়া দিয়ে দিবে। তাহলে কোন সমস্যা হবে না।
হিদায়া ৪-৫২২, মাজমাউল আনহার ৪-২৭৩, ইমদাদুল আহকাম ৩-৫১৬
Leave Your Comments