উত্তর:-পাহাড়ে উৎপাদিত ফলমুলের উপর ওশর ওয়াজিব হবে। যদি তা মুসলমানদের মালিকানায় থাকে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যায়।
আদ্দুররুল মুখতার ২/৩২৫,রদ্দুল মুহতার ২/৩২৫ ,আন নুক্বায়াহ পৃ-৩৭৬
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments