উত্তর :- শরয়ী নিয়মানুযায়ী গরু মহিষ ও উট জাতিয় পশুতে সর্বোচ্চ সাতজন শরীক হতে পারে। তবে শর্ত হলো কারো অংশ এক সপ্তমাংশের কম না হওয়া। যদি কারো অংশ এক সপ্তমাংশের কম না হওয়া। যদি কারো অংশ একসপ্তমাংশের কম হয় তাহলে কারো কোরবানি সহিহ হবে না।
সুনানে তিরমিযি – ১/২৭৪; আল হিদায়া – ২/৪৪৫; বাদায়েউস সানায়ে’ ৬/ ২৯০; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৪৫০।
Leave Your Comments