প্রশ্ন:- আমাদের গ্রামে চার জন মিলে একটি গরু কোরবানি করে। তবে চার শরিকের মধ্যে তিনজন পূর্ণ টাকা দিলেও চতুর্থজন তার সাথে আরো একজনকে মিলিয়ে ভাগের টাকা দিয়েছে। এবং গোস্তও তারা দুজনে সমান সমান ভাগ করে নিয়েছে। আমার জানার বিষয় হলো তাদের মধ্যে কার পক্ষ থেকে কোরবানি আদায় হবে? আর বাকি শরীকদের কোরবানির কি অবস্থা?

উত্তর :-  শরয়ী নিয়মানুযায়ী গরু মহিষ ও ‍উট জাতিয় পশুতে সর্বোচ্চ সাতজন শরীক হতে পারে। তবে শর্ত হলো কারো অংশ এক সপ্তমাংশের কম না হওয়া। যদি কারো অংশ এক সপ্তমাংশের কম না হওয়া। যদি কারো অংশ একসপ্তমাংশের কম হয় তাহলে কারো কোরবানি সহিহ হবে না।

সুনানে তিরমিযি – ১/২৭৪; আল হিদায়া – ২/৪৪৫; বাদায়েউস সানায়ে’ ৬/ ২৯০; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৪৫০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *