উত্তর :- পবিত্র শষ্য পেশাব ইত্যাদি নাপাকির সাথে মিশ্রিত করে সিদ্ধ করার পর তা ধোয়া বা শুকানোর দ্বারা কখনই পবিত্র হয় না।
তাই গম বা অন্য কোন ফসল মদ বা পেশাব জাতীয় কোন নাপাক দ্বারা মিশ্রিত করে সিদ্ধ করলে তা রোদ্রে শুকানো বা আগুনে শুকানোর দ্বারা পবিত্র হবে না।
রদ্দুল মুহতার – ১/৩০৯; ফাতাওয়া বাযযাযিয়া – ১/১৪; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ- ১/১৯১
Leave Your Comments