উত্তর : ইফতার সূর্যাস্তের সাথে সম্পৃক্ত। তাই প্রশ্নোক্ত ব্যক্তির সফরকালে যেখানে সূর্যাস্ত হবে সেখানেই ইফতার করবে। যদি পথিমধ্যে ইফতারের সময় না হয় বরং সৌদি আরব যাওয়ার পর হয়, তাহলে সৌদি পৌঁছার পর ইফতার করবে। কেননা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রাত পর্যন্ত রোযা পুরো করতে বলেছেন। যেখানে যে সময় রাত হয় সেখানকার মানুষ তখন ইফতার করবে। চাই সে অন্য যে কোনো দেশের হোক না কেনো। তবে হ্যাঁ, দিন যদি খুব বেশি দীর্ঘ হয়ে যায় এবং রোযা রাখা খুব কষ্টকর হয়ে পড়ে, তখন সে দিন রোযা না রেখে স্বাভাবিক দিনে রোযা রাখবে।
সূরা বাকারা- ১৮৭, ১৮৪, বাদায়েউস সানায়ে- ২/৮৩, রদ্দুল মুহতার- ২/৪২০)।
Leave Your Comments