প্রশ্ন: আমাদের মসজিদের অজুখানা টি খুবই ছোট ও সংকীর্ণ, নামাজের সময় খুব ভীড় হয়, এদিকে মসজিদ সংলগ্ন একটি পারিবারিক কবরস্থান আছে আমরা চাচ্ছি কবরস্থানের উপর ছাদ দিয়ে ওজুখানা নির্মাণ করতে। পারিবারিক কবরস্থানের উপর ওজুখানা নির্মাণ এর কোন সুযোগ আছে কি?

উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট খাতে ওয়াকফকৃত বস্তু ভিন্নখাতে ব্যবহার করার অনুমতি নাই। সুতরাং প্রশ্নে বর্ণিত পারিবারিক কবরস্থান যদি ওয়াকফ হয় তাহলে সেখানে মসজিদের ওজুখানা নির্মাণ করা যাবে না। আর যদি মালিকানা দিন হয় এবং একান্ত প্রয়োজন হয় তাহলে মালিকের অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।

ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৮/১৮৩, আল ফিকহুল হানাফী ফি সাউবিহিল জাদীদ ৩০/৩৭, রদ্দুল মুহতার ৪/৫০২

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *