উত্তর:- যৌথ লেনদেনের ক্ষেত্রে শরীকদের বৈধ ও গ্রহণযোগ্য শর্তানুযায়ী লেনদেন পরিচালনা করার সুযোগ রয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যে ভাই পরিবারের কাজ করে তাকে যদি তাদের পক্ষ হেত এভাবে নিয়োগ দেয়া হয় যে তুমি পরিবার দেখাশোনা করবে। আর আমরা ব্যবসা দেখাশোনা করবো।তাহলে ব্যবসার আয়ে সে-ও সমান অংশীদার হবে। অন্যথায় নয়।
রদ্দুল মুহতার – ৬/৩৯২; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ- ১৩/৭৪-৭৫; এমদাদুল আহকাম- ৩/৩৬৬; ।
Leave Your Comments