উত্তর :- যাকে কোন জিনিসের দখল বা বহন করার অনুমতি দেয়া হয় তার জন্য মুআক্কিলের অনুমতি ব্যতিরেকে উক্ত বস্তুতে হস্তক্ষেপ করার কোন অবকাশ নাই।
তাই প্রশ্নোক্ত সুরতে মাদরাসা শিক্ষকগণ যেহেতু মাদরাসার কর্তৃপক্ষ কর্তৃক টাকা উসূলের দায়িত্ববান বা উকিল নিযুক্ত হয়ে থাকেন। আর দাতাগণও তাদেরকে কেবল এ হিসেবেই টাকা দিয়ে থাকেন যে তারা মাদরাসার যথাযথ কর্তৃপক্ষকে আমানতের সাথে টাকা পৌছিয়ে দেবেন।
তাই চাদা উসূলের দায়িত্বে নিযুক্ত ব্যক্তির জন্য মুহতামিমের অনুমতি ছাড়া রাহ-খরচ গ্রহণ করা জায়েয হবে না।
ফাতাওয়া শামি – ৫/৬৭৯; ফাতাওয়া হিন্দিয়া – ৪/৩৪৯; আল মাজাল্লাহ – পৃ. ২৮৪। এমদাদুল আহকাম – ৪/১৪৮।
Leave Your Comments