উত্তর:- বিবাহ সংঘঠিত হওয়ার সময় ইজাব-কবুল শ্রবণের জন্য সাক্ষী থাকা জরুরী। এছাড়া অন্য কোন ক্ষেত্রে সাক্ষী থাকা জরুরী নয়।
সুতরাং প্রশ্নেবর্ণিত বিবাহের সময় মেয়ের কাছে থেকে অনুমতি নেওয়ার জন্য সাক্ষী প্রেরণের সমাজ প্রচলিত পদ্ধতি বিবাহ সংঘঠিত হওয়ার জন্য জরুরী না। বরং এটা মুস্তাহাব আমল।
-ফাতাওয়া শামী-৩/২১, বাদায়েউস সানায়ে’-৩/৩৯৮, আল বাহরুর রায়েক-৩/১৬০.
Leave Your Comments