উত্তর শরীয়তের মূল নীতি অনুযায়ী যাকাত আদায় হওয়ার জন্য আদায় কালীন নিয়ত থাকা এবং হকদার কে মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ঋণ ক্ষমা করার দ্বারা যাকাত আদায় হবে না। তবে যদি যাকাতের টাকা তার হাতে দিয়ে তার থেকে ঋণ পরিশোধ করে নেয় তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে
আদ্দুররুল মুখতার ৩/২২৫, ফাতহুল কাদীর ২/২৭২, ফাতাওয়ায়ে হাক্কানিয়া৪/৭২
Leave Your Comments